আপনি কি মুভি পাগল? আরে এই পোস্ট আপনারই জন্যে।২৪টি ফাটাফাটি সাইট+150-250মেগা মুভি(আপডেট হচ্ছে)

উৎসর্গ: গ্রেটমুভিখোরগণ যাহারা পরলোকগমণ করিয়াছেন।


আপনি কি মুভি দেখতে ভালোবাসেন???আমিও হালকামুভিখোর(সপ্তাহে ১/২টা দেখি)। আপনি যেহেতু মুভি ভালোবাসেন তাই বলবো এই পোস্টটা আপনার কাজে লাগবে।সংগ্রহে রাখার মত ২৪টি সাইট ও হালকা আলোচনা আর সাথে আছে কিছু মুভির ডাউনলোড লিংক। আপনার ভালো লাগবে আশা করি। তবে আপনি নিজেই যদি গ্রেট মুভি পাগল হয়ে থাকেন তবে নতুন কিছু সাইট দিলে বাধিত থাকবো।


মুভি নামানোর আগে লক্ষ্য রাখবেন-
1.আপনার ব্যান্ডউইথ
2.মুভি রিজিউম করা যায় কিনা?
3.রেজুলেশন
4.সময় কত নিবে?
5.কি ধরনের মুভি- একশন/থ্রিলার/ড্রামা..........
মুভি ডাউনলোডের প্রিয় কিছু সাইট:
1.মিডিয়াফায়ারমুভিজ (লিংকে কিক্লান,তারপর SKIP AD এ কিক্লান)( 300 মেগা থেকে শুরু)
সাইটটিতে ৩০০ মেগার মুভিও পাবেন। মুভির কোয়ালিটি সুপার্ব। সাইটটিতে ঢুকলে এড আসে। skip this ad এ কিক্লান। ডাউনলোডের জন্য মুভিটির নামের ওপর কিক্লান। যে পেজ আসবে সেটার নিচের দিকে ডাউনলোড লিংক পাবেন। মুভিটি যদি কয়েকটি ভাগে ভাগ করা থাকে তবে ভাগ গুলো জোড়া দিতে হবে hjsplit (335.32K) সোফট দিয়ে। কিভাবে জয়েন করবেন? প্রথমে সোফটা ইন্সটল করুন। join বাটনে কিক্লান
মুভির যে অংশগুলো ডাউনলোড করেছেন খেয়াল করলে দেখবেন সেগুলোর মধ্যে একটার নাম avi001 কিংবা mkv001 আছে। input বক্সে সেই ফাইলটা খুজে দিন। অংশগুলো জয়েন হওয়ার পর কোথায় সেভ হবে তা আউটপুট বক্সে দেখিয়ে দিন। start বাটনে কিক্লান। ব্যাস হয়ে গেল। এবার জোড়া লাগা মুভিটা মজা করে দেখুন।
2.মোবাইলমুভিজ (লিংকে কিক্লান,তারপর SKIP AD এ কিক্লান)(150-250 মেগা)
আসুন এর ভালো মন্দ দিকগুলো দেখি-
ভালোঃ
১। অনেক ছোট সাইজের ফাইল, স্লো কানেকশনের জন্য উপযোগী
২। রেজিউমে সাপোর্ট
৩। ভালো প্রিন্টের মুভিও পাবেন তবে ফাইল সাইজ একটু বেশী হবে।
৪। লেটেস্ট সব মুভি
৫। ফাইল নিজস্ব সার্ভারে থাকে
খারাপঃ
১। রেজিউমে সাপোর্ট আসতে একটু সময় লাগে।
২। ডাউনলোড স্পিড প্রথমে একটু স্লো থাকে (যদিও পরে ফুল স্পিডে টানে)
৩। প্রিন্ট তেমন আশা ব্যঞ্জক নয় তবে দেখে শান্তি পাওয়া যাবে, একেবারেই ফেলনা নয়।
নিচে কয়েকটি মুভির লিঙ্ক দেয়া হলোঃ
১।Van Wilder Freshman Year Unrated DVD (লিংকে কিক্লান,তারপর SKIP AD এ কিক্লান)
২। Ice Age 3 TS
৩। Transformers 2 Revenge of The Fallen TS
৪। Angels and Demons R5
৫। Terminator Salvation TS
৬। Short Kut - The Con is On pDVD
৭। New York pDVD
৮। Kambakkht Ishq pDVD
৯। Kal Kissne Dekha pDVD
১০। 8 X 10 Tasveer DVD
3.ওয়ানক্লিকমুভিজ (লিংকে কিক্লান,তারপর SKIP AD এ কিক্লান)
সুবিধা গুলো:
১. সব মুভির ডাউনলোড লিংক একটি করে মাত্র..পুরো মুভিটাই এক লিংকে
২. সবগুলো মুভির জন্য ৪/৫ বিভিন্ন সাইটে আপলোড করা লিংক আছে। আপনার পছন্দ মতন লিংক ব্যবহার করতে পারবেন।
৩. কোন ধরনের আ্যড ফ্রি
৪. নিয়মিত আপডেট
৫. ফোরাম টাইপ, কোন রেজিস্টেশন দরকার হয় না। কোন সমস্যা হলে অন্য ইউজাররা সহায়তা করতে পারে
৬. কিছু কিছু লিংক রিজিউম সাপোর্টেড।
সাইটের লিংক থেকে সাইটে যান।ব্রাউজ করে পছন্দমত ছবি ঠিক করুন।ছবির নাম-ধামের নীচে দেখবেন এই ধরনের লিংক দেয়া আছেঃ
Screamers.The.Hunting.2009.DVDRip.XviD-RUBY
Watch it Online!!!
MEGASHARES: HERE
ADRIVE: HERE
YOULOAD: HERE
MEGAUPLOAD: HERE
GIGASIZE: HERE
2SHARED: HERE
UPLOADBOX: HERE
এখানের যে কোন সাইটের লিংকে ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে। মেগাআপলোড ব্যবহার করলে স্পিড ভালো পাওয়া যায়। বেশীর ভাগ সাইটেই কিছু সময় অপেক্ষা করতে হয় বা কিছু অক্ষর প্রবেশ করাতে হয় (দেয়া থাকে), ডাউনলোড লিংক পাবার জন্য।লিংকে ক্লিক করলে, সেভ এজ অপশন থেকে দেখিয়ে দিন কোথায় ডাউনলোড করবেন।
4.স্টেজভ্যূ (লিংকে কিক্লান,তারপর SKIP AD এ কিক্লান)
স্ট্রিম বা ডাউনলোডের অপশন সহ এই সাইটে আছে বেশ ভালো মুভির একটা কালেকশন।
5.300মেগা মুভি (লিংকে কিক্লান,তারপর SKIP AD এ কিক্লান)
The HIGHEST QUALITY at SMALLEST possible size , এই উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিলো 300mbunited টিমের। আমাদের যাদের নেট কানেকশান অনেক ধীর তাদের পক্ষে টরেন্ট থেকে ১.৫ গিগার এমনকি ৭০০ মেগার মুভি ডাউনলোড করা অনেক কঠিন।
300mbunited এই কাজটা করে দিলো অনেক সহজ। তারা টরেন্ট থেকে মুভি ডাউনলোড ( ক্যামেরারিপ থেকে অধুনা ব্লু রে) , অত্যাধুনিক কম্প্রেশান (এমনভাবে যাতে কোয়ালিটি ঠিক থাকে), বিভিন্ন হোস্টিং সার্ভারে আপলোড (কোনো কারনে ডিলিট হয়ে গেলে রিআপলোড) দায়িত্ব নিলো।
6.আইসফ্লিমস (লিংকে কিক্লান,তারপর SKIP AD এ কিক্লান)
7.ডাইভএক্স ক্রলার
আপনি যদি কোন ডাউনলোড ম্যানেজার ইউজ করেন তাহলে ভাল, সেক্ষেত্রে স্পিড বেশি পাবেন।মুভিগুলোর কোয়ালিটি কেমন? ভাল না হলে এত সময় নিয়ে ডাউনলোড করে লাভ কি? এর জবাব হল, মুভিগুলোর কোয়ালিটি জবাবহীন!!
আপনার কাছে মনে হবে আপনি ডিভিডিতে ছবি দেখছেন যদিও ফাইল সাইজ মাত্র ৭০০ মেগাবাইট।
8.ইউরপিসিমুভিজ (লিংকে কিক্লান,তারপর SKIP AD এ কিক্লান)
9.গুগলডকমুভিজ
10.মুভিডাউনলোড.কম
নেট থেকে 700MB থেকে 1GB সাইজের মুভি ডাউনলোড করা সময় সাপেক্ষ ও বিরক্তিকর কাজ। তাই আমি কিছু সাইটের লিংক দিলাম যেখান থেকে কম সাইজের ( 125MB চেয়ে কম) DVD, DVDRip মানের মুভি ডাইনলোড করা যাবে।
উল্লেখ্য যে এসব সাইটে নতুন মুভিগুলো প্রথমে TS, SCam মানের মুভি দেয়, তাই সেগুলো ডাউনলোড না করাই ভালো, কারন কিছু দিন পরেই আবার সেগুলো DVD, DVDRip মানে আপলোড করে।
11.মোবাইলমুভিজোন (লিংকে কিক্লান,তারপর SKIP AD এ কিক্লান) (১২৫ মেগার কম)
12.এমপি4এরেনা (রিজুম সাপোর্ট আছে)
13.এভিআইমোবাইলমুভিজ
14.02সিনেমাজ (১২৫ মেগার কম)
15.মুভিডামব (১২৫ মেগার কম)
16.৩০০মেগাফিলমস (সাদা_কালো ভাইয়ের অবদান)
17.মুভিহ্যাকস (সাদা_কালো ভাইয়ের অবদান)
18.মিডিয়াফায়ারফরইউ (সাদা_কালো ভাইয়ের অবদান)
19. স্মলরিপমুভিজ(সাদা_কালো ভাইয়ের অবদান)
20.ইউরগ্রোভ (কালীদাস ভাইয়ের অবদান)
21.জয়েনফরমুভজি (১৪ ভাইয়ের অবদান)
22.পাইরেটসবিডি (আল - মামুন ভাইয়ের অবদান)
23.এমুভিজ
24.হাতেমতাইডটকম (চমৎকার বাংলা সাইট)(সফট,মুভি,গেমস,ইবুক, টিউটোরিয়াল,ওয়ালপেপার)
.............................................চলবে( আরো সাইট দিবো)
কৃতজ্ঞতা
: সেইসকল বগারদের(ব্লগার) প্রতি যারা এই সকল সাইট সম্পর্কে প্রথম জানিয়েছিলেন।


(ভাই/বোন আমি নতুন ব্লগার। ভুল হলে ক্ষমা করুন। পরামর্শ দিয়ে শেখার সুযোগ করে দিন। পোস্টটি ভাল হলে জানান। কৃতজ্ঞ থাকবো।


সূত্র:
http://www.somewhereinblog.net/blog/dreamerjewel/29340332
No comments:
Post a Comment